প্রবাস
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোট রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ করতে আহবান জানিয়েছেন, আহমেদ আলী মুকিব।
বাহরাইন বিএনপির আয়োজনে বিজয় দিবস উদযাপন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন , প্রবাসীদের পোষ্টাল ভোট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।
- বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী মানামায় স্থানীয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপি’র সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী,
সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং মোকবুল হোসেন মুকুল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিএনপি’র সমন্বয়ক আহমেদ আলী মুকিব সাহেব,
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
প্রধান বক্তা, ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন, সহ-সভাপতি মিজানূর রহমান ও শাহিন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ আকবর আলী, সম্রাট নজরুল সিদ্দিকী সোবহান, ছানু মিয়া, , তাহের গাজী, যুবনেতা মোস্তাক আহমেদ, যুবনেতা সরদার রুবেল হক, , লিমন, রবিউল, হারিস খলিফা, আবুল বাশার, ফোরকান, মাকসুদ, মহসিন, কামরুল, স্বেচ্ছাসেবক নেতা দুলাল তালুকদার, আব্দুল আলিম, সেলিম, আব্দুল্লাহ আল মামুন, শ্রমিকদল নেতা আমানউল্লাহ ও আমির উদ্দিন, কৃষকদল নেতা আহসান উল্লাহ, আতিকুল ইসলাম, হারিছুল হক রিপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শাখা কমিটির নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আহমেদ আলী মুকিব সাহেব।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়।





