প্রবাস

সুখের বদলে লাশ হয়ে বাড়ি ফিরলেন সৌদি প্রবাসী ফিরোজ

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়া রাজবাড়ীর যুবক ফিরোজ তরফদারের (৩০) মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী গাড়িতে করে মরদেহটি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামে আনা হয়।

মরদেহ পৌঁছানোর পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফিরোজের মা পিয়ারা বেগম ও স্ত্রী জুথি আক্তারের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। পরে জুমার নামাজের পর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেল ৪টার দিকে সৌদি আরবের তাবুক প্রদেশের আল-ওয়াজ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ফিরোজ তরফদার। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন এবং মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান।

ফিরোজের ছোট ভাই মিরাজ তরফদার জানান, “ওয়াশরুমে গিজার মেশিন স্থাপনের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফিরোজ।” তিন বছর বয়সী এক পুত্রসন্তান রেখে গেছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সানাউল্লাহ মিজি বলেন, “ফিরোজ পরিশ্রমী ও ভদ্র ছেলে ছিল। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রবাসে গিয়েছিল, কিন্তু ভাগ্য তাকে দেশে ফিরতে দিল না। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button