ভরণপোষণ দেন না প্রবাসী স্বামী, অভিমানে সন্তানকে নিয়ে পরপারে মা

কুষ্টিয়ার দৌলতপুরে অভাব ও পারিবারিক অশান্তিতে এক প্রবাসীর স্ত্রী নিজের আড়াই বছরের শিশু কন্যাকে গলায় রশি পেঁচিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রথমে কন্যা সন্তান লামিয়াকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। পরে নিজেও ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা সন্ধ্যার পর ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে রেশমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও শিশু কন্যার মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলয়মান শেখ বলেন, “ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”





