ওমানে নিহত ৮ প্রবাসী বাংলাদেশির জানাজা-দাফন সম্পন্ন

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৮ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৭ জন প্রবাসী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার। তাদের মরদেহ আজ (রোববার, ১৯ অক্টোবর) সকালে সন্দ্বীপে পোঁছায়। পরে নিজ নিজ বাড়িতে মরদেহ নিয়ে যায় স্বজনরা। আজ দুপুরে জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এরআগে গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরের কার্গো সেন্টারে নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সন্দ্বীপ ও রাউজানের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর ওমানের রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার দূরে বন্দর শহর দুকুম এলাকার সিদরা সড়কে প্রবাসী কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে মাছবাহী কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান।





